আমি ফিনল্যান্ডের তাম্পেরে সিটিতে থাকি। এখানে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে বাস সব থেকে বেশি ব্যাবহার হয়। কারন বাসের ভাড়া তুলনামুলক কম এবং প্রতি ১০-১৫ মিনিট পরপর বাস পাওয়া যায়। একই বাস কার্ড দিয়ে ট্রাম এবং বাসে চড়া যায়। মান্থলি একবার বাস কার্ড রিচার্জ করলে আপনি যত খুশি তত বার ট্রাভেল করতে পারবেন। এছাড়াও তিন মাস ও একবছর মেয়াদী বাস কার্ড ও রিচার্জ করা যায়।
কোন জায়গা থেকে বাস কার্ড করবোঃ
বাস কার্ড করার জন্য পাসপোর্ট, আরপিকার্ড নিয়ে বাস (NYSEE) অফিসে যেতে হবে। এই বাস কার্ড করতে ৫ ইউরো খরচ করতে হবে। এর পরে বাসে ট্রাভেলের জন্য ডেইলি ও মান্থলি কার্ড রিচার্জ করতে হবে।
বাস কার্ড রিচার্জ করতে কত ইউরো লাগেঃ
NYSEE অফিস, Rkioski, অথবা অনলাইন(nella) থেকে খুব সহজেই বাস কার্ড রিচার্জ করা যায়। ডেইলি বাস কার্ডের জন্য ৭ ইউরো এবং মান্থলি বাস কার্ডের জন্য ৫৬ ইউরো পে করতে হবে। স্টুডেন্টদের জন্য মোবাইলে বাস কার্ড করা যায় এবং এতে ৪২ ইউরো খরচ হবে। ৭ বছর থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী বাচ্ছাদের জন্য বাস কার্ড রিচার্জ করতে ২৮ ইউরো লাগে।
Pingback: ফিনল্যান্ডে বাস কার্ড হারিয়ে গেলে করনীয় - Metro Traveler | মাহবুব এর বাংলা ব্লগ