আমি ফিনল্যান্ড এ এসেছি গত ১২.০৩.২০২২ তারিখে। ভান্তা এয়ারপোর্টে নেমে দেখি একদম খালি, কোন ভিড় নেই। পুরাই বাংলাদেশের এয়ারপোর্টের উল্টা চিত্র। নেভিগেশন সাইন দেখে প্রায় ১০-১৫ মিনিট হাটার পরে ইমিগ্রেশন লাইনের দেখা পেলাম। অবাক করার মত ব্যাপার হলো, আমার লাইনে মাত্র ২জন দাঁড়ানো। ফিনিশ ইমিগ্রেশন অফিসাররা মনে হয় কথা বলার জন্য মানুষ পায় না, তাই [...]