বাচ্চার ই-পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন ও দরকারি ডকুমেন্টস

বাচ্চার পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন ও দরকারি ডকুমেন্টস

বাচ্চা ও বড়দের জন্য একইভাবে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি আলাদা হয় তাহলে দুই জায়গাতেই আলাদাভাবে পুলিশ ভেরিফিকেশন করবে। সাধারণত পাসপোর্ট Enrollment করার ৭-১০ দিনের মধ্যেই পুলিশ ভেরিফিকেশন এর জন্য আপনার কাছে ফোন আসবে। মনে রাখবেন, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যত তাড়াতাড়ি আপনার পাসপোর্ট অফিসে সাবমিট হবে তত দ্রুতই আপনি আপনার পাসপোর্ট পাবেন।

-পুলিশ ভেরিফিকেশন এর জন্য যে যে ডকুমেন্ট দিয়েছিলামঃ
০১। বাচ্চার বাবা ও মা এর ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি।
০২। বিদ্যুৎ / পানি / গ্যাস বিলের ফটোকপি।
০৩। জন্ম নিবন্ধনের ফটোকপি।

Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

*
*

Back To Top