ফিনল্যান্ডের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চারিদিকে শুধুই সাদা বরফে ঢাকা পরিবেশ। এটাই সত্য ! আমি ফিনল্যান্ডে এসেছি ২০২২ এর শুরুর দিকে। তখন তাপমাত্রা ছিলো ৭ ডিগ্রী। ট্রেনস্টেশন থেকে বের হওয়ার পরে টের পেয়েছি ঠান্ডা কি জিনিস। কিন্তু আমাকে যে ভাই পিক করতে এসেছিলেন তিনি বললেন এটা অনেক ভালো ওয়েদার। উনি আরো জানালেন যে ফিনল্যান্ডে বছরের সাত থেকে আট মাস তাপমাত্রা খুবই কম থাকে এবং সেপ্টেম্বরের শেষ দিক থেকে দিনের ব্যাপ্তি কমতে থাকে এবং এপ্রিল পর্যন্ত এই অবস্থা চলতে থাকে।
এই ভিডিওটা করেছিলাম ৫ই ফেব্রুয়ারী, ২০২৩ এ দুপুর ২টার সময় তাম্পেরেতে। কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। ফিনল্যান্ডে ফেব্রুয়ারি মাসে দিনের ব্যাপ্তি খুবই কম থাকে। সুর্যের দেখা মিলে খুব অল্প সময়ের জন্য। মাঝে মাঝে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সুর্য পুরোপুরি উঠে না বললেই চলে। ফিনল্যান্ডে সারবছরই রাস্তাতে প্রত্যেকটি গাড়িতে সবসময় হেডলাইটে জ্বালিয়ে রাখতে হয়, এটাই এখানের নিয়ম। অনেক ঠান্ডা তারপরেও অনেক শান্তি।