ফিনল্যান্ডে এয়ারপোর্ট এসে পৌঁছানের পরে সবার আগে যে কাজটি করতে হবে সেটা হলো একটা সিম কার্ড নেয়া। ফিনল্যান্ডে দুইটি কোম্পানির (DNA আর ELISA) সিম কার্ড পাওয়া যায়। সিম কার্ড নেয়ার জন্য এয়ারপোর্ট এ RKIOSKI নামে একটা দোকান পাবেন। সেখানে গিয়ে খুব সহজেই সিম কার্ড নিতে পারবেন। এই সিমগুলো প্রি-পেইড হয়ে থাকে। এই সিম কার্ডে দাম ৫ ইউরো। এর পরে আপনার চাহিদা ও পছন্দ অনুযায়ী টক-টাইম এবং ইন্টারনেট প্যাকেজ কিনে নিতে পারবেন।
সিম কার্ড নেয়ার জন্য আলাদা করে পাসপোর্ট অথবা আইডি কার্ড দেখাতে হয় না। তবে এই প্রি-পেইড সিম হারিয়ে গেলে পুনারায় আর তুলতে পারবেন না। তাই সাবধানে ব্যাবহার করতে হয়।
আমি ব্যাক্তিগতভাবে DNA কোম্পানির সিম নিতে বলবো, কারন এরা ২৯.৯৯ ইউরোতে ৬ মাস মেয়াদী ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে। বাকি কোম্পানির ইন্টারনেট প্যাকেজ তুলনামুলক ব্যয়বহুল। স্টুডেন্টদের জন্য ৬ মাস মেয়াদী ইন্টারনেট প্যাকেজটি খুবই ভালো এবং এই ইন্টারনেট দিয়ে গুগল ম্যাপ, ইউটিউব এবং ম্যাসেঞ্জারে কোন রকম সমস্যা ছাড়াই ব্যবহার করা যায়।