ফিনল্যান্ডে আসার পরে বেশ কয়েকটা ব্যাপার আমার নিজের কাছে অদ্ভুদ লেগেছে। আমরা যারা এশিয়া থেকে ফিনল্যান্ডে এসেছি তাদের জন্য ব্যাপারগুলো আসলেই একটু অন্যরকম।
১। লাইটের সুইচ উলটা দিকেঃ
বাংলাদেশের ইলেক্ট্রিক সুইচের অন/অফ বাটন যেভাবে কাজ করে, ফিনল্যান্ডে ঠিক তার উলটা দিকে কাজ করে। প্রথমদিকে খুব সমস্যা হলেও এখন বছরখানেক থাকার পরে সব একেবারেই নরমাল হয়ে গিয়েছে।
২। কোন ত্রিপিন এর পোর্ট নাইঃ
এখানে সব ইলেক্ট্রিক পাওয়ার কানেশন টুপিন এর। তাই বাংলাদেশ থেকে আনা ল্যাপটপ ও অন্যান্য ইলেক্ট্রনিক্স ডিভাইস, যেগুলোতে ত্রিপিনের কানেশন সেগুলোকে চালানোর জন্য কনভার্টার লাগবে।
৩।একচাবিতেই সব দরজা খোলেঃ
আপনাকে একটা চাবি দেয়া হবে এবং এই চাবি দিয়ে আপনার বাসার দরজা, স্টোররুমের লকার, লেটার বক্স, সাইকেলরুমের দরজা, গার্বেজ স্টোরের দরজা খুলতে পারবেন। একবস্তা চাবি নিয়ে ঘোরার কোন দরকার নেই। তবে চাবি হারালে খবর হয়ে যাবে।
৪। সরাসরি কল থেকে পানি খাওয়াঃ
ফিনল্যান্ডের যেকোন জায়গা থেকে আপনি নিশ্চিন্তে পানি খেতে পারবেন। এখানে পানি ফুটানোর বা পিউরিফায়ার এর দরকার নেই। পানির টেস্ট একেবারেই অন্যরকম মজার। না খেলে বুঝবেন না।
৫। বাথরুমে হিটারঃ
ফিনল্যান্ডে বাথরুমে হিটার দেয়া থাকে। এই জন্য ফ্লোর কখনোই ভেজা থাকে না, পিছলা খাওয়ার ভয় নাই। আর ভেজা টাওয়াল খুব সহজেই শুকানো যায়।