পুলিশ ভেরিফকেশন এর রিপোর্ট পজেটিভ আসলে বাচ্চার পাসপোর্ট এর স্ট্যাটাস “Pending Approval” পরিবর্তন হয়ে “Approved” হবে। এর পর আপনার পাসপোর্ট প্রিন্টিং এর জন্য চলে যাবে। প্রিন্টিং হয়ে গেলে পাসপোর্ট কর্তৃপক্ষ আপনার RPO তে পাসপোর্টটি পাঠিয়ে দেবে এবং তখন পাসপোর্ট এর স্ট্যাটাস “Approved” পরিবর্তন হয়ে “Shippped” হবে। এরপর ২-৭ কার্যদিবসের মধ্যেই পাসপোর্ট এর স্ট্যাটাস “Passport Received” হবে। এই স্ট্যাটাস আসার পরে পাসপোর্ট আনার জন্য ডেলিভারী স্লিপ নিয়ে আপনার RPO তে চলে যাবেন।
বাচ্চাদের ক্ষেত্রে তাদের বাবা ও মা যে কোন একজন গিয়ে পাসপোর্ট গ্রহন করতে পারবেন। এজন্য বাচ্চার বাবা অথবা মায়ের ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে। পাসপোর্ট গ্রহন করার সময় বাচ্চার অভিভাবকের ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং NID কার্ডের ফটোকপি উনারা রেখে দিবেন। মনে রাখবেন, পাসপোর্ট গ্রহন করার জন্য বাচ্চাকে সাথে করে নেয়ার দরকার নেই।