বাচ্চাদের পাসপোর্ট রিনিউ এর জন্য যে যে ডকুমেন্ট দিতে হবেঃ
- অনলাইনে পুরনকৃত ফর্মটি প্রিন্ট করতে হবে। অবশ্যই ফর্মের সামারি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং মুল ফর্মের উপরে স্ট্যাপ্লার দিয়ে সংযুক্ত করতে হবে।
- বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- বাচ্চার জন্ম নিবন্ধনের ফটোকপি।
- পুরাতন পাসপোর্ট এর ফটোকপি।
Total 0 Votes
0
0