আমি ফিনল্যান্ড এ এসেছি গত ১২.০৩.২০২২ তারিখে। ভান্তা এয়ারপোর্টে নেমে দেখি একদম খালি, কোন ভিড় নেই। পুরাই বাংলাদেশের এয়ারপোর্টের উল্টা চিত্র। নেভিগেশন সাইন দেখে প্রায় ১০-১৫ মিনিট হাটার পরে ইমিগ্রেশন লাইনের দেখা পেলাম। অবাক করার মত ব্যাপার হলো, আমার লাইনে মাত্র ২জন দাঁড়ানো। ফিনিশ ইমিগ্রেশন অফিসাররা মনে হয় কথা বলার জন্য মানুষ পায় না, তাই আমাদেরকে পেয়ে দুনিয়ায় প্রশ্ন করা শুরু করে দিলো। ইমিগ্রেশন অফিসারের সবপ্রশ্নের উত্তর দিয়ে চলে গেলাম লাগেজ কালেক্ট করতে। লাগেজ কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বের হয়ে এলাম।
বাংলাদেশ থেকে কোভিডের ডাবল ডোজ টিকা দেয়া ছিলো, সেটার সার্টিফিকেটটা তারা দেখতে চাইলেন। এরপরে ফিনিশ এয়ারপোর্টের একজন স্টাফ আমাদের লাগেজগুলো ট্যাক্সিস্ট্যান্ড পর্যন্ত পৌছে দিলেন এবং ধন্যবাদ বলে চলে গেলেন। ঠিক একই রকম সাহায্য বাংলাদেশের এয়ারপোর্টের একজন আমাদের করে দিয়ে টাকা দাবি করে বসলেন এবং কিছু টাকা দেয়ার পরেই সেই লোক আমাদের পিছু ছেড়েছিলো।
আমাদের গন্তব্য তাম্পেরে সিটিতে এবং ট্রেনে করে সেখানে যেতে হবে। এয়ারপোর্টের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ৫৫ ইউরো দিয়ে রেলস্টেশনে আসতে হলো। ট্যাক্সি ড্রাইভার নিজ দায়িত্বে আমাদের ১২টা ভারি লাগেজ গাড়িতে তুলে দিলেন। রেলস্টেশনে এসে আবার একই ভাবে নামিয়েও দিলেন। আমাদের সাথে বাচ্চা থাকায় ট্যাক্সি ড্রাইভার খুব আস্তে গাড়ি চালিয়েছিলেন। এভাবে প্রায় ৪০ মিনিট ড্রাইভ করে হেলসিংকি এয়ারপোর্ট থেকে ট্রেনস্টেশনের গেটে আমাদেরকে নামিয়ে দিয়ে গেলেন।