ফিনল্যান্ডের রাস্তা থেকে কিভাবে বরফ সরানো হয়?

ফিনল্যান্ডে বছরের প্রায় সাত থেকে আট মাস বরফ থাকে। রাস্তা, বাসা বাড়ি এমনকি গাছগুলোও বরফে ঢেকে যায়। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে বরফের জন্য রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিলো। এর কারন হলো, ফিনল্যান্ডে রাস্তা থেকে বরফ সরানোর জন্য বিভিন্ন রকমের গাড়ি আছে। এই গাড়ি গুলো ২-৩ ঘন্টা পরপর এসে বাসার সামনের রাস্তা এবং মুল সড়ক থেকে বরফ সরিয়ে ফেলে। এছাড়া দুর্ঘটনা এড়ানোর জন্য বরফ সরানোর গাড়ি গুলো থেকে কালো রঙের ছোট ছোট পাথর রাস্তায় ফেলা হয়, যেন রাস্তায় চলাচল গাড়ির চাকা স্লিপ না করে।

Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

*
*

Back To Top