ফিনল্যান্ডের পাবলিক লাইব্রেরী কেমন হয়?

Finland Public Library Hervanta Tampere

ফিনিশরা বই পড়ুয়া জাঁতি।ফিনল্যান্ডে প্রায় সব শহরেই পাবলিক লাইব্রেরী আছে।কিছুদিন আগে আমার মেয়েকে নিয়ে বাসার পাশেই একটা পাবলিক লাইব্রেরীতে গিয়েছিলাম।ফিনল্যান্ডের পাবলিক লাইব্রেরী যে এটা সুন্দর আর গোছানো সেটা না দেখলে বিশ্বাস হতো না। এটা ফিনল্যান্ডের একটি পাবলিক লাইব্রেরীর ভেতরের ছবি।

বাচ্চাদের জন্য গেম খেলার ব্যবস্থা

এখানে যে কেউ এসে যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবে এবং বই পড়তে পারবে। ফ্রী ওয়াইফাই এবং কম্পিউটার ব্যবহার করার ব্যবস্থা আছে।যে সব বাচ্চারা গেমস খেলতে ভালোবাসে তাদের জন্য আলাদা কম্পিউটার আছে গেমিং এর জন্য।

লাইব্রেরী কার্ড করতে কি লাগবে?

লাইব্রেরীতে বসে বই পড়ার জন্য কোন লাইব্রেরী কার্ড লাগবে না। তবে লাইব্রেরী থেকে বই ধার করার জন্য লাইব্রেরী কার্ড থাকা বাধ্যতামূলক। লাইব্রেরী কার্ড করতে এক্সট্রা কোন টাকা দিতে হবে না। শুধুমাত্র পাসপোর্ট/ফিনিশ আইডি কার্ড থাকলেই হবে।

এই একটি মাত্র লাইব্রেরী কার্ড দিয়ে আপনি যে কোন লাইব্রেরী এক্সেস করতে পারবেন।

Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

*
*

Back To Top