খালি বোতল ফেরত দিয়ে ইউরো ইনকাম

ফিনল্যান্ডের মানুষ তাদের অব্যবহৃত জিনিসপত্র রিসাইকেল করতে ভালবাসে। রিসাইকেল করার জন্য ফিনল্যান্ডে আলাদা বিন আছে। কারো কাছে যদি অতিরিক্ত কাপড় অথবা খাবার থাকে তাহলে তারা নির্দিস্ট বিনে রেখে আসে এবং যার দরকার সে ওইসব জায়গা থেকে তাদের দরকারী জিনিষগুলো সংগ্রহ করতে পারে। এতে করে অপচয় কম হয়।

মজার ব্যাপার হলো, কাপড় অথবা খাবার রিসাইকেল করলে টাকা না পাওয়া গেলেও আপনি যদি কোকাকোলা, পেপসিসহ অন্যান্য সফট ড্রিংক্সের বোতল অথবা ক্যান নির্দিস্ট জায়গায় জমা দেন, তাহলে ২০ থেকে ৪০ সেন্ট পর্যন্ত টাকা ফেরত পাবেন।এখানে জেনে রাখা ভালো যে, যখন সফট ড্রিংক্স কিনবেন তখন তারা মুল দামের সাথে এই টাকা এক্সট্রা যোগ করে বিক্রি করে। সাধারণত লিডেল, প্রিস্মাতে বোতল রিসাইকেল করার জন্য আলাদা অটোমেটেড মেশিন থাকে। বোতলের লেবেল স্ক্যান করে এই সব অটোমেটেড মেশিন রিসাইকেলিং প্রাইস নির্ধারন করে থাকে। তাই, বোতলের লেবেল ছিঁড়ে ফেললে অথবা অটোমেটেড মেশিন কিউ আর কোড স্ক্যান করতে না পারলে আপনি কোন টাকা পাবেন না।

আজকে বাসায় জমে থাকা কোকের বোতলগুলো ফেরত দিয়ে ১ ইউরোর ডিস্কাউন্ট স্লিপ নিয়ে নিলাম। ক্যাশ কাউন্টারে এই স্লিপ জমা দিলে আপনি ডিস্কাউন্ট পেয়ে যাবেন। এখানের মানুষ বড় বড় প্লাস্টিকের ব্যাগে করে খালি বোতল ফেরত দিতে আসে। এই জন্য ফিনল্যান্ডের রাস্তার কোথাও কোন সফট ড্রিংক্সের বোতল দেখা যায় না।

Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

*
*

Back To Top