যেভাবে আপনি তাম্পের ইউনিভার্সিটি স্টুডেন্ট আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন

আপনার ক্যাম্পাসের তথ্যগুলো এডমিশন অফারলেটারে বিস্তারিত লেখা থাকে। যেমনঃ আমি তাম্পেরে ইউনিভার্সিটির সিটি সেন্টার ক্যাম্পাসের স্টুডেন্ট ছিলাম। এই ক্যাম্পাসকে “কেস্কুস্তা” ক্যাম্পাস ও বলে।

সরাসরি সিটি সেন্টার ক্যাম্পাসে গিয়ে ইনফো ডেস্ক এ চলে যাবেন। সেখানে গিয়ে TREY অফিসে লোকেশন জিজ্ঞাসা করে নেবেন। সিটি সেন্টার ক্যাম্পাসে অফিস TREY গ্রাউন্ড ফ্লোরে।

আমাকে ইনফোডেস্কের অফিসার নিজে TREY অফিসে নিয়ে গিয়েছিলেন। TREY অফিসে গিয়ে আপনার পাসপোর্ট দেখালেই আইডি কার্ড দিয়ে দেবে। মাত্র ২-৩ মিনিট লাগে পুরো প্রক্রিয়া শেষ হতে।

এই কার্ড দিয়ে আপনি যা যা সুবিধা পাবেন।

  • ক্যাম্পাসের ক্যান্টিন থেকে মাত্র ২.৯৫ ইউরোতে লাঞ্চ করতে পারবেন। যেটা অন্যান্যদের জন্য ৭-৯ ইউরোর মত খরচ পড়বে।
  • বাস কার্ডে ডিস্কাউন্ট পাবেন। মাত্র ৪৪ ইউরো দিয়ে পুরো মাসের বাস কার্ড করতে পারবেন, যা কিনা অন্যান্যদের জন্য ৫৯ ইউরো।
  • সেকেন্ড হ্যান্ড স্টোর, যেমন FIDA তে ১৫% ডিস্কাউন্ট পাবেন।
  • ট্রেনের (VR) টিকেটে বেশ ভালো অংকের ডিস্কাউন্ট পাওয়া যায়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

*
*

Back To Top