খালি বোতল ফেরত দিয়ে ইউরো ইনকাম

মজার ব্যাপার হলো, আপনি যদি ফিনল্যান্ডে কোকাকোলা, পেপসিসহ অন্যান্য সফট ড্রিংক্সের বোতল অথবা ক্যান নির্দিস্ট জায়গায় জমা দেন, তাহলে ২০ থেকে ৪০ সেন্ট পর্যন্ত টাকা ফেরত পাবেন। আপনি যখন সফট ড্রিংক্স কিনবেন তখন তারা মুল দামের সাথে এই টাকা এক্সট্রা যোগ করে বিক্রি করে।

আজকে বাসায় জমে থাকা কোকের বোতলগুলো ফেরত দিয়ে ১ ইউরোর ডিস্কাউন্ট স্লিপ নিয়ে নিলাম। ক্যাশ কাউন্টারে এই স্লিপ জমা দিলে আপনি ডিস্কাউন্ট পেয়ে যাবেন। এখানের মানুষ বড় বড় প্লাস্টিকের ব্যাগে করে খালি বোতল ফেরত দিতে আসে। এই জন্য ফিনল্যান্ডের রাস্তার কোথাও কোন সফট ড্রিংক্সের বোতল দেখা যায় না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

*
*

Back To Top